সাধারণ তথ্যাবলী
- কমিউনিটি শিক্ষা কাউন্সিলগুলো
- সিটিওয়াইড শিক্ষা কাউন্সিলসমূহ
- কাউন্সিল
- সিটিওয়াইড কাউন্সিল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স
- সিটিওয়াইড কাউন্সিল অন স্পেশাল এডুকেশন
- ডিস্ট্রিক্ট ৭৫ কাউন্সিল
- বাছাই প্রক্রিয়ার ক্যালেন্ডার*
বহূল জিজ্ঞাসিত প্রশ্নাবলি
কাউন্সিলে পরিসেবাদান
একজন সিইসি সদস্যের কী কাজ?
সিইসি সদস্যদের নিচে উল্লিখিত কর্তব্য এবং দায়িত্ব পালন করতে হয়:
- শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত মান এবং লক্ষ্যের উন্নতিসাধন
- প্রশিক্ষণ এবং অব্যাহত শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ
- সুপারিনটেনডেন্ট কর্তৃক জমাদানকৃত জোনের সীমা অনুমোদন
- স্কুল ডিস্ট্রিক্টের রিপোর্ট কার্ড প্রস্তুত এবং প্রকাশ করা যেখানে স্কুল ডিস্ট্রিক্টের অ্যাকাডেমিক এবং আর্থিক কার্যসম্পাদনার পরিমাপ অন্তর্ভুক্ত থাকে
- ডিস্ট্রিক্টের শিক্ষাবিষয়ক কর্মসূচির পর্যালোচনা এবং শিক্ষার্থী অর্জনে তার প্রভাব মূল্যায়ন
- ডিস্ট্রিক্টের স্কুলসমূহের বর্তমান অবস্থা আলোচনার জন্য সুপারিনটেনডেন্ট এবং জনসাধারণের সাথে প্রতিমাসে ন্যূনতম একটি উন্মুক্ত সভা করা
- স্কুল লিডারশিপ টিমের (এসএলটি) সাথে লিঁযাজো রক্ষা এবং সহায়তা প্রদান
- বার্ষিক আর্থিক অবস্থার ফরম পূরণ
- কম্যুনিটি সুপারিনটেনডেন্ট নির্বাচন বিষয়ে পরামর্শদান
- চ্যান্সেলর এবং ডিস্ট্রিক্টের সমস্যায় সিটি বোর্ডকে পরামর্শ প্রদান
- সুপারিনটেনডেন্টর বার্ষিক মূল্যায়নের রিপোর্ট চ্যান্সেলরের কাছে জমাদান
- চ্যান্সেলর, ডেপুটি চ্যান্সেলর, অথবা আইন অনুযায়ী চ্যান্সেলরের দায়িত্বে ব্যক্তির সাথে যুক্ত পাবলিক শুনানি অনুষ্ঠান
সিটিওয়াইড কাউন্সিল সদস্যের কাজ কী?
সিটিওয়াইড কাউন্সিল সদস্যদের নিচে উল্লিখিত কর্তব্য এবং দায়িত্ব পালন করতে হয়:
- কাউন্সিল যে শিক্ষার্থী কম্যুনিটির প্রতিনিধি সেই কম্যুনিটি সংশ্লিষ্ট শিক্ষা অথবা শিক্ষা-নির্দেশনার নীতির বিষয়ে পরামর্শ এবং অভিমত প্রদান করে
- সিসিএইচএস-এর জন্য – হাই স্কুল শিক্ষার্থী
- সিসিইএলএল-এর জন্য – বাইলিঙ্গুয়াল অথবা দ্বিতীয় ভাষা হিশেবে ইংরেজি কর্মসূচির শিক্ষার্থী
- সিসিএসই-র জন্য – প্রতিবন্ধী শিক্ষার্থী
- ডি৭৫ কাউন্সিলের জন্য – ডিস্ট্রিক্ট ৭৫ স্কুলে ভর্তি শিক্ষার্থী
- কাউন্সিল যে শিক্ষার্থী কম্যুনিটির প্রতিনিধি সেই কম্যুনিটিকে পরিসেবা প্রদানে সিটি ডিস্ট্রিক্ট কতটা কার্যকরী তার উপর বার্ষিক রিপোর্ট দান।
- কাউন্সিল যে শিক্ষার্থী কম্যুনিটির প্রতিনিধি সেই কম্যুনিটি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলি জনসাধারণের আলোচনার জন্য প্রতিমাসে ন্যূনতম একটি সভা অনুষ্ঠান করা।
কাউন্সিল সদস্য হিশেবে আমাকে কতটা সময় দিতে হতে পারে?
- সুপারিনটেনডেন্ট এবং জনসাধারণের সাথে কাউন্সিলগুলো প্রতিমাসে সভা করবে সেটি প্রত্যাশিত। এছাড়া, নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুল শিক্ষার্থীরা যেসব সমস্যার সম্মূখীন হয় সেগুলি সম্পর্কে সদস্যগণ যাতে আরও বেশি সজ্ঞাত থাকতে পারেন সেজন্যে স্কুল পরিদর্শন এবং পাবলিক ফোরামে অংশগ্রহণের জন্য তাদেরকে প্রচুর উত্সাহ দেয়া হয়।
কাউন্সিল সভায় অনুপস্থিত থাকার কারণে কোন জরিমানা আছে কি?
- হ্যাঁ। কোন কারণ না দেখিয়ে যদি কোন সদস্য তিনটি সভায় অনুপস্থিত থাকেন তাহলে তার আসন প্রাতিষ্ঠানিকভোবে খালি বলে বিবেচিত হবে।
কাউন্সিল সদস্যগণ কি কোন বেতন পান?
- না, তাদের কাজটি স্বেচ্ছাকর্মের মতো। যদিও, তাদের কিছু কিছু ব্যয় পরিশোধযোগ্য।
নতুন কাউন্সিল সদস্যদের মেয়াদ কখন শুরু হয়?
- কাউন্সিল সদস্যদের নতুন মেয়াদ প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়ে ১ জুলাই, ২০১৩ তারিখ থেকে।
কাউন্সিল সদস্যগণ কতদিন পরিসেবা প্রদান করবেন বলে প্রত্যাশিত?
- কাউন্সিল সদস্যদের মেয়াদ দুই বছরের।
কাউন্সিল সদস্যগণ কি তাদের কাজের জন্য প্রশিক্ষণ পেয়ে থাকেন?
- হ্যাঁ, কাউন্সিল সদস্যদের মেয়াদের প্রথম তিনমাসের মধ্যে তাদের প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক। সদস্যগণকে তাদের ক্ষমতা, কাজ এবং কর্তব্য বিষয়ে ধারণা প্রদানের জন্য প্রশিক্ষণ দেয়া হয়, গণ-শিক্ষার জন্য অন্য পরিচালনাকারী কর্তৃপক্ষের ক্ষমতার ধারণাও তারা পায়। এছাড়া, ট্রেনিং অধিবেশনগুলো কাউন্সিল সদস্যদেরকে ডিপার্টমেন্ট অব এডুকেশনের কাঠামোর সাথে পরিচিত হতে এবং কীভাবে তথ্য এবং সহায়-সংস্থানের সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে সে তথ্য দেয়। কাউন্সিল সদস্যগণের জন্য অব্যাহত শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণও বাধ্যতামূলক যা তাদেরকে পাবলিক স্কুল পরিচালনায় প্রভাব ফেলে এমন বিষয়ে হালনাগাদ তথ্য দেয়। এইসব ট্রেনিং এবং অব্যাহত শিক্ষা কর্মসূচি ডিভিশন অব ফ্যামিলি অ্যান্ড কম্যুনিটি এনগেজমেন্ট (এফএসিই) কর্তৃক পরিচালিত।