বহূল জিজ্ঞাসিত প্রশ্নাবলি

যোগ্যতা

এডুকেশন কাউন্সিলে কে পরিসেবাদানের যোগ্য?

সিইসি-তে কে থাকতে পারে?

পিতামাতা যে কম্যুনিটি স্কুল ডিস্ট্রিক্টের সিইসি-তে পরিসেবাদানে আগ্রহী সেই ডিস্ট্রিক্টের অধীনস্থ স্কুলগুলোতে বর্তমানে কিন্ডারগার্টেন থেকে অষ্টম গ্রেডের শিক্ষার্থীদের নয়জন(৯) পিতামাতা।

  • সিইসি-র নয়টি পিতামাতা সদস্য পদের ন্যূনতম একটি পদ অবশ্যই আইইপিযুক্ত শিক্ষার্থীর পিতামাতা এবং অন্য একটি ইএলএল পিতামাতা কর্তৃক পূরণ করতে হবে।

সিসিএসই-তে কে পরিসেবাদানের যোগ্য?

ডিপার্টমেন্ট অব এডুকেশন প্রদত্ত এবং/অথবা তাদের অর্থায়নে বর্তমানে বিশেষ শিক্ষা পরিসেবা লাভ করছে আইইপিযুক্ত এমন শিক্ষার্থীদের নয়জন(৯) পিতামাতা।

সিসিএইচএস-এ কে পরিসেবাদানের যোগ্য?

পিতামাতা যেসব বরোর প্রতিনিধিত্ব করবেন সেই বরোর পাবলিক হাই স্কুলে বর্তমানে পড়ছে এমন শিক্ষার্থীদৈর দশজন (১০) পিতামাতা (প্রত্যেক বরো থেকে দুইজন)। 

ডিস্ট্রিক্ট ৭৫ কাউন্সিলে কে পরিসেবাদানের যোগ্য?

ডিস্ট্রিক্ট ৭৫ স্কুলে বর্তমানে সিটিওয়াইড বিশেষ শিক্ষা পরিসেবা নিচ্ছে এমন শিক্ষার্থীদের নয়জন (৯)পিতামাতা। 

সিসিইএলএল-এ কে পরিসেবাদানের যোগ্য?

বর্তমানে বাইলিঙ্গুয়াল অথবা ইএসএল কর্মসূচিতে আছে এমন শিক্ষার্থীদের নয়জন(৯)পিতামাতা (“ইএলএল শিক্ষার্থী”)। 

কে কে এইসব কাউন্সিলগুলোতে পরিসেবাদানের অযোগ্য?

  • যেসকল ব্যক্তি জন প্রতিনিধিত্বকারী পদে নির্বাচিত অথবা পার্টির পদে নির্বাচিত বা নিযুক্ত (এর ব্যতিক্রম জাতীয়, স্টেট, আইনবিষয়ক, অথবা অন্য পার্টি কনভেনশনের প্রতিনিধি অথবা বিকল্প প্রতিনিধি, অথবা কাউন্টি কমিটির সদস্য)
  • বর্তমানে ডিওই-র কর্মচারি
  • গুরুতর অপরাধে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিবর্গ
  • এডুকেশন কাউন্সিল, কম্যুনিটি স্কুল বোর্ড, পিএ/পিটিএ, স্কুল লিডারশিপ টিম(এসএলটি), ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস্ কাউন্সিল, বরো হাই স্কুল কাউন্সিল অথবা টাইটেল ওয়ান কমিটিতে সরাসরি পরিসেবাদানের সময় যেকোন অপরাধে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিবর্গ
  • এডুকেশন কাউন্সিল, কম্যুনিটি স্কুল বোর্ড, পিএ/পিটিএ, এসএলটি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস্ কাউন্সিল, বরো হাই স্কুল কাউন্সিল, অথবা টাইটেল ওয়ান কমিটি থেকে কোন আইন বিরুদ্ধ কাজ, যা সরাসরি তাদের কাজের সাথে সম্পৃক্ত, করার জন্য ঐসব কাউন্সিল, বোর্ড, অ্যাসোসিয়েশন, টিম অথবা কমিটিতে অপসারিত হয়েছেন।
  • যেসকল ব্যক্তি অন্য সিইসি, সিসিএইচএস, সিসিইএলএল, সিসিইএলএল, সিসিএসই, অথবা ডি৭৫ কাউন্সিলে কাজ করছেন
  • প্যানেল ফর এডুকেশন পলিসির সদস্য
  • সিটি অব নিউ ইয়র্কের স্বার্থের দ্বন্দ্ব আইনের ভিত্তিতে ডিওই এথিক্স অফিসার অথবা চ্যান্সেলরের দায়িত্বে নিযুক্ত অন্য কোন ব্যক্তির নির্ধারিত যেসব ব্যক্তির স্বার্থের দ্বন্দ্ব আছে।

যোগ্যতা কখন নির্ধারণ হয়?

  • পিতামাতা এডুকেশন কাউন্সিলের কোন পদে প্রতিদ্বন্দ্বিতার আবেদনপত্র জমাদানের তারিখে তার যোগ্যতা নির্ধারিত হয়।